1.1 ফরেক্সমার্ট (পরে 'ফোরেক্সমার্ট' বা 'কোম্পানি' বা 'আমাদের / আমরা' হিসাবে উল্লেখ করা হয়) বিশ্বব্যাপী পরিচালিত একটি বিনিয়োগ সংস্থা।
1.2এই ৩০% বোনাস চুক্তিটি গ্রাহক এবং কোম্পানির মধ্যে করা হয়েছে।
1.330% বোনাস চুক্তি এই বিশেষ প্রমোশন গ্রাহক এবং কোম্পানির মধ্যে সম্পর্ক নিয়ন্ত্রণ করে। এটি গ্রাহককে প্রমোশনের কার্যকারিতা সম্পর্কিত সকল তথ্য প্রদান করে।
1.4গ্রাহক ( অতঃপর আপনি অথবা গ্রাহক) এই বোনাস এগ্রিমেন্ট গ্রহণ করবে এবং সময়ে সাথে সাথে কোম্পানি এই বোনাস এগ্রিমেন্ট পরিবর্তন করতে পারে সে বিষয়ে সম্মত থাকবে।
2. শর্তাবলীর ব্যাখ্যা
2.1অন্যথায় স্পষ্টভাবে নির্দেশিত না হওয়া পর্যন্ত, এই "30% বোনাস চুক্তির" বিষয়গুলো নিম্নরূপে বর্ণিত হবে।
"বোনাস" মানে এই চুক্তি অনুযায়ী নির্ধারিত পরিমাণ অর্থ কোম্পানির তহবিল থেকে গ্রাহকের অ্যাকাউন্টে জমা করা হবে
"গ্রাহক" মানে কোন ব্যক্তি যার কাস্টমার এগ্রিমেন্ট অনুযায়ী কোম্পানির সাথে অ্যাকাউন্ট আছে
"গ্রাহক চুক্তি" হচ্ছে কোম্পানির অফিসিয়াল নথি যা গ্রাহক এবং কোম্পানির মধ্যে বিভিন্ন শর্তাবলী এবং চুক্তিকে নির্দেশ করে, আমাদের সাথে একটি অ্যাকাউন্ট খোলার সময় গ্রাহককে সেটি গ্রহণ করতে হয়।
"প্রচার" মানে 30% বোনাস প্রোগ্রাম
3. সাধারণ বিধান
3.1গ্রাহক তার অ্যাকাউন্টে 30% প্রতিটি আমানতের হিসাবে হিসাব করে কোম্পানির দেওয়া বোনাস পাওয়ার অধিকার সংরক্ষণ করে। 30% বোনাস প্রতিটি জমা হওয়ার পর এক সপ্তাহ জমা হবে।
3.2শুধুমাত্র প্রমোশন চলাকালীন সময়ের মধ্যে খোলা নতুন অ্যাকাউন্টের জন্য এই প্রমোশন সহজলভ্য। এই প্রমোশনে গ্রাহক যে কোন সংখ্যক অ্যাকাউন্ট খুলতে পারে।
3.3 গ্রাহকগণ প্রতিবার অর্থ জমা করে ৩০% বোনাস গ্রহণ করতে পারবে, বোনাসের অর্থ জমা এবং উত্তোলনের পরিমাণের উপর প্রদান করা হবে।
3.4 ফোরেক্সমার্ট স্ট্যান্ডার্ড এবং ফরেক্সমার্ট জিরো স্প্রেডের জন্য অ্যাকাউন্টের প্রকারের জন্য 30% বোনাস পাওয়া যায় এবং ভাসমান স্প্রেড সহ অ্যাকাউন্টের ধরণের জন্য উপলভ্য নয়।
4. প্রবর্তন এবং কার্যকারিতা
4.1প্রচারটি ১লা অক্টোবর, ২০১৫ তারিখে শুরু হয়েছে এবং এরপর থেকেই কার্যকর হয়েছে।
4.2কোম্পানি গ্রাহককে কোন পূর্ব নোটিশ প্রদান ছাড়াই যে কোন সময় প্রমোশন বন্ধ করে দিতে পারে।
5. প্রচারের শর্তাবলী।
5.1বোনাস তখনি অ্যাকাউন্টে জমা হবে যখন বোনাসের জন্য আবেদন করা হবে।
5.2এই বোনাস সেইসব অ্যাকাউন্টের জন্য নয় যে অ্যাকাউন্টে ইতোমধ্যে কোন বোনাস গ্রহণ করেছে।
5.3এই বোনাস প্রদানে কোম্পানি গ্রাহকের কাছে অতিরিক্ত শনাক্তকারী তথ্য চাইতে পারে।
5.4এই প্রমোশনে গ্রাহককে সর্বাধিক লিভারেজ প্রদান করা হয়।
5.5এই প্রচারের জন্য গ্রাহককে স্টপ আউট লেভেল ১০% পর্যন্ত দেওয়া হয়।
প্রত্যাহারের শর্তাবলী
6.1শুধুমাত্র সকল লেনদেন সম্পন্ন হওয়ার পর বোনাসের তহবিল উত্তোলন করা যাবে। মোট পরিমাণ হতে হবে X*0,3 মার্কেট লট, যেখানে X হলো গ্রহণকৃত মোট বোনাসের পরিমাণ (যার মধ্যে আছে বাতিল অথবা আংশিক বাতিল বোনাস)। অন্য কারেন্সিতে অ্যাকাউন্ট খুলতে উল্লেখিত ফর্মুলা অনুসরণ করে:
- X*0,3*1.1 (lots) ইউরো অ্যাকাউন্টের জন্য
- X*0,3*1.5 (lots) গ্রেট ব্রিটেন পাউন্ড অ্যাকাউন্টের জন্য
- X*0,3/50 (lots) রুবল অ্যাকাউন্টের জন্য।
6.2শুধুমাত্র সম্পূর্ণ বোনাস উত্তোলন করা যাবে। আংশিক বোনাস উত্তোলন করা যাবে না।
6.3শুধুমাত্র কোম্পানিতে অনুরোধ করার পর বোনাস উত্তোলন করা যাবে। উল্লেখিত ইমেইল ঠিকানায় সকল বোনাস উত্তোলনের অনুরোধ পাঠানো হবে bonuses@forexmart.com।
6.4বোনাসের জন্য অনুরোধ করার পূর্বে গ্রাহকগণ নিশ্চিত থাকবেন যে তার ট্রেডিং অ্যাকাউন্ট থেকে উল্লেখিত পরিমাণ বোনাস উত্তোলন করা যাবে।
6.5গ্রাহক সম্মত থাকবেন যে অ্যাকাউন্টে বোনাস সহজলভ্য না হওয়ার কারণে যদি অর্ডার স্টপ-আউট লেভেলে বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে পজিশন অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় মার্জিন প্রদান করা হবে, কোম্পানি কিছু ক্ষেত্রে, কোম্পানি বোনাসের সব অংশ সমান করে দিতে পারে।
6.630% বোনাস চুক্তির সকল শর্ত পূরণ হলে কোন সীমাবদ্ধতা ছাড়া এই বোনাস তহবিল ব্যবহার করে প্রাপ্ত মুনাফা উত্তোলন করতে পারবেন।
7.বাতিল এবং সংশোধন
7.1কোম্পানি 30% বোনাস বাতিল করার অধিকার আছে এবং পূর্ব নোটিশ ছাড়াই মুনাফার পরিমাণ পরিবর্তন করতে পারে। এজন্য গ্রাহকের ট্রেডিং কৌশল ব্যবহার করে মুনাফার হিসাব করাকে কোম্পানি উৎসাহিত করে না।
7.230% বোনাস বাতিল হলে কোম্পানি কোন দায়বদ্ধতা গ্রহণ করবে না, সেইসাথে স্টপ আউট, বোনাস সম্পূর্ণভাবে কোম্পানির সম্পত্তি।*
7.3উল্লেখিত অবস্থার প্রেক্ষিতে বোনাস হ্রাস হতে পারে।
7.3.1যদি মোট বোনাসের পরিমাণ 2000 USD এর বেশি হয় এবং ১০% এর বেশি ট্রেড যদি 0.01 মার্কেট লটের কম হয়। তাহলে বোনাস কমিয়ে 1000 USD করা হবে।
7.3.2যদি মোট বোনাসের পরিমাণ 10,000 USD এর বেশি হয় এবং ১০% এর বেশি ট্রেড যদি 0.01 মার্কেট লটের কম হয়। তাহলে বোনাস কমিয়ে 3000 USD করা হবে।
7.4কোম্পানি ৩০% বোনাস বাতিল করতে পারে এবং সেইসাথে ৩০% বোনাস এগ্রিমেন্ট অমান্যের কারণে কোম্পানি মুনাফা বাতিল অথবা কর্তন করতে পারে এ বিষয়ে গ্রাহকগণ অবগত থাকবেন।
7.5গ্রাহকগণ এই প্রমোশন সম্পর্কিত ঝুঁকি সম্পর্কে অবগত থাকবেন।
7.6 গ্রাহকগন সম্মত থাকবেন যে বোনাস তহবিলের উত্তোলন অ্যাকাউন্টের বর্তমান ফ্রি মার্জিনের ৩০% অতিক্রম করলে বোনাস উত্তোলন বাতিল হয়ে সর্বনিম্ন পরিমাণে উত্তোলন করা যাবে। এই ধরনের বাতিল বন্ধ করতে, অ্যাকাউন্টে পর্যন্ত পরিমাণ তহবিল না হওয়া পর্যন্ত উত্তোলন থেকে বিরত থাকুন।
7.7কোম্পানি মুনাফা বোনাসের অনুপাতে প্রদান করতে পারে অথবা গ্রাহকদের উত্তোলনের অনুরোধ সম্পন্ন করতে মুনাফার একটি অংশ উত্তোলন করার অনুরোধ করতে পারে যার উত্তোলনের ফর্মুলা X*0.5 লট, যেখানে অ্যাকাউন্টের কারেন্সি অনুপাতে মুনাফার পরিমাণ হলো X।
সংশোধনী
8.1কোম্পানি যে কোন সময় 30% বোনাসের সংশোধন করতে পারে অথবা সম্পূরক কোন বোনাস প্রদান করতে পারে।
*বোনাস সিকিউরিটি সিস্টেমের বিরুদ্ধে বোনাস বাতিলের জন্য আবেদন করলে সংশোধন ১০% এর বেশি হয় না।
পরিশিষ্ট ১
উদাহরণ A: মোট পরিমাণের শর্ত পূর্ণ হয়েছে
প্রাথমিক ডিপোজিট : US$500.00
বোনাস: প্রাথমিক ডিপোজিট * বোনাস 30% = 500 * 30% = US$150.00<শুরুর ইকুইটি: US$650.00
মুনাফা/ লোকসান : US$ 500.00
মোট ট্রেডের পরিমাণ: 50 মার্কেট লট
ট্রেডিং শেষে ব্যালেন্স: US$650.00 (শুরুর ইকুইটি) + US$500.00 (মুনাফা/লোকসান) = US$1,150.00
উত্তোলনের শর্ত : মোট ট্রেডের পরিমাণ > X*0.3 মার্কেট লট , যেখানে X = গ্রহনকৃত মোট বোনাসের পরিমাণ
We would like to warn you that there are many scammers in the financial sector, do not provide your data except for official forms on our resource.
Got it!
ঝুঁকি সতর্কতা:
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।