গতকাল স্বর্ণের মূল্য এক নতুন রেকর্ড গড়েছে, যা আউন্স প্রতি প্রায় $4,000-এর কাছাকাছি পৌঁছে গেছে। এটি মার্কিন সরকারি কার্যক্রমের শাটডাউন এবং ফ্রান্সে চলমান রাজনৈতিক সংকটকে ঘিরে মার্কেটে বেড়ে চলা অনিশ্চয়তার প্রেক্ষাপটে ঘটেছে। এর পাশাপাশি, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা এবং চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির মন্থরতা বিনিয়োগকারীদের উদ্বিগ্ন করে তুলেছে, যা তাদের ঝুঁকিমুক্ত কারেন্সি ও অ্যাসেটে বিনিয়োগ বাধ্য করছে।
সোমবার ১.৯% বৃদ্ধির পর, স্বর্ণের মূল্য বেড়ে প্রতি আউন্স $3,977.44-এ পৌঁছেছে। বর্তমানে দ্বিতীয় সপ্তাহে চলমান মার্কিন সরকারি কার্যক্রমের শাটডাউন বিনিয়োগকারীদের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রতিবেদন থেকে বঞ্চিত করেছে, যা মার্কিন অর্থনৈতিক পরিস্থিতি মূল্যায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অবস্থা ফেডারেল রিজার্ভের জন্য মার্কেটের সার্বিক পরিস্থিতি অনুধাবনে জটিলতা তৈরি করছে। ট্রেডাররা এখনো এই মাসে ২৫ বেসিস পয়েন্ট সুদের হার কমানোর সম্ভাবনাকে মূল্যায়ন করে রেখেছেন, যা স্বর্ণের পক্ষে সহায়ক কারণ স্বর্ণ কোন সুদ প্রদান করে না।
ফ্রান্সের রাজনৈতিক সংকট বিনিয়োগকারীদের মনোভাবকে আরও নেতিবাচক করে তুলছে। ইউরোজোনের অন্যতম বৃহৎ অর্থনীতির এমন রাজনৈতিক অস্থিরতা পুরো ইউরোব্লকের জন্য ঝুঁকি তৈরি করছে এবং সম্ভাব্য নতুন অর্থনৈতিক সংকটের আশঙ্কা বাড়িয়ে তুলছে। এই ধরনের পরিস্থিতিতে, স্বর্ণের চাহিদা তুঙ্গে রয়েছে—যা ঐতিহ্যগতভাবে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়।
মনে করিয়ে দেওয়া যাক যে, ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নু রাজনৈতিক দলগুলোর সঙ্গে বাজেট ব্যয়ের বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠায় ব্যর্থ হওয়ার পর পদত্যাগ করেন। এই অচলাবস্থা ইউরোজোনের সবচেয়ে বড় বাজেট ঘাটতি নিরসনে নেওয়া প্রচেষ্টাগুলোকে ব্যাহত করেছে।
মার্কিন সরকারি কার্যক্রম শাটডাউন এবং ফ্রান্সের রাজনৈতিক অস্থিরতার সম্মিলিত প্রভাব স্বর্ণের জন্য একটি অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে। বিনিয়োগকারীরা ঝুঁকি থেকে তাদের বিনিয়োগ সুরক্ষিত রাখতে চাইছেন, এবং এখনো মূল্যবান ধাতুগুলো সেই উদ্দেশ্যে সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হিসেবে বিবেচিত হচ্ছে। স্বল্পমেয়াদে স্বর্ণের মূল্য আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে; তবে দীর্ঘমেয়াদি পূর্বাভাস এখনও অনিশ্চিত রয়ে গেছে এবং সেটি অনেক অপ্রত্যাশিত উপাদানের ওপর নির্ভর করবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বাণিজ্য আর ভূ-রাজনৈতিক অবস্থান নতুনভাবে রুপায়ণের জন্য যে আগ্রাসী পদক্ষেপ নিয়েছেন, তা বিনিয়োগকারীদের নিরাপদ অ্যাসেটের দিকে সরে যেতে এবং ডলার থেকে সরে এসে স্বর্ণের দিকে ঝুঁকতে বাধ্য করেছে। কেন্দ্রীয় ব্যাংক এবং স্বর্ণভিত্তিক ETF-গুলো সক্রিয়ভাবে স্বর্ণ কিনে চলেছে, এবং ফেডের সুদের হার হ্রাসের নীতিই এই প্রবণতাকে আরও উৎসাহিত করেছে।
গোল্ডম্যান শ্যাক্স গ্রুপ ইনকর্পোরেটেড ২০২৬ সালের ডিসেম্বরের জন্য তাদের স্বর্ণের মূল্যের পূর্বাভাস আগের $4,300 থেকে বাড়িয়ে $4,900 প্রতি আউন্স করেছে—যার কারণ হিসেবে ETF-এ প্রবাহ এবং কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক স্বর্ণ ক্রয় কার্যক্রমকে চিহ্নিত করা হয়েছে।
রূপার দর এখনো $48 প্রতি আউন্সের উপরে স্থিতিশীল রয়েছে, প্ল্যাটিনামের ক্ষেত্রেও একই অবস্থা বিরাজ করছে, যখন এখনও প্যালেডিয়ামের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে।
টেকনিক্যাল পূর্বাভাস
টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে, স্বর্ণের ক্রেতাদের প্রথম লক্ষ্য হবে $4,008-এর নিকটবর্তী রেজিস্ট্যান্স ব্রেক করানো। এই লেভেল ব্রেক হলে পরবর্তী লক্ষ্যমাত্রা হবে $4,062। তবে, এই লেভেল অতিক্রম করা সহজ হবে না বলেই মনে করা হচ্ছে। ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকার ক্ষেত্রে দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা হচ্ছে $4,124 লেভেল।
যদি স্বর্ণের মূল্য হ্রাস পায়, তবে স্বর্ণের মূল্য $3,954 লেভেলের কাছাকাছি থাকা অবস্থায় বিক্রেতারা নিয়ন্ত্রণ মার্কেটে নেওয়ার চেষ্টা করবে। এই লেভেল ব্রেক করে মূল্য নিম্নমুখী হলে সেটি বুলিশ প্রবণতা থেমে যাওয়ার ইঙ্গিত হবে, এবং স্বর্ণের মূল্য $3,906 লেভেলের দিকে যায়, এবং সেখানে থেকেও $3,849 পর্যন্ত দরপতনের সম্ভাবনা রয়েছে।