বিশ্লেষণী পর্যালোচনা

ফরেক্সমার্টের বিশ্লেষণী পর্যালোচনা ফরেক্স মার্কেটের সর্বশেষ টেকনিক্যাল বিশ্লেষণ সরবরাহ করে। এই প্রতিবেদনগুলোর মধ্যে স্টক মার্কেট প্রবণতা, আর্থিক পূর্বাভাস, বৈশ্বিক আর্থিক পর্যালোচনা এবং বাজারে প্রভাব বিস্তার করতে পারে এমন রাজনৈতিক সংবাদ।

Disclaimer:  ফরেক্সমার্ট বিনিয়োগের পরামর্শ দেয় না এবং সরবরাহিত বিশ্লেষণগুলি ভবিষ্যতের ফলাফলের প্রতিশ্রুতি হিসাবে গণ্য করা উচিত নয়

Akcie Ola Electric Mobility klesly na nové minimum poté, co na jednotku byl podán insolvenční návrh

Akcie indického výrobce dvoukolových vozidel Ola Electric Mobility se propadly na rekordní minimum poté, co jeden z věřitelů jeho jednotky podal k soudu žádost o platební neschopnost.

Akcie v pondělí klesly na 46,94 rupií, což odpovídá 0,54 USD, a dostaly se tak na nejnižší úroveň v historii. Naposledy akcie klesly o 6,7 % na 47,15 rupií.

Petici proti společnosti Ola Electric Technologies, dceřiné společnosti Ola Electric Mobility, podal poskytovatel služeb registrace vozidel Rosmerta Digital Services, uvedla společnost o víkendu. Petice tvrdí, že jednotka nezaplatila za poskytnuté služby, a žádá o zahájení likvidace.

Společnost Ola Electric Mobility tato tvrzení důrazně popírá a uvedla, že vyhledala právní poradenství.

„Společnost podnikne veškeré nezbytné a vhodné kroky k ochraně svých zájmů a vznese námitky proti tvrzením ve výše uvedené věci,“ dodala.

যুক্তরাষ্ট্র যদি চীনের সাথে বাস্তবসম্মত আলোচনা শুরু করে, তাহলে মার্কেটে ব্যাপক ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যেতে পারে (এবং #NDX ও ইথেরিয়ামে দর বৃদ্ধি অব্যাহত থাকতে পারে)
04:16 2025-04-23 UTC--4

মার্কেটে এক নতুন উদ্দীপনার ঢেউ ছড়িয়ে পড়েছে। অনেকেই মনে করছেন, এটি কাকতালীয় নয়: কাউকে সবকিছু থেকে বঞ্চিত করে তারপর সামান্য কিছু ফিরিয়ে দিলেই তারা খুশি হয়ে ওঠে। তাহলে, এই নতুন আশাবাদের চালিকা শক্তির কারণ কী?

মঙ্গলবার, যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি এস. বেসেন্ট বলেছেন যে, তিনি যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধে উত্তেজনা প্রশমিত হওয়ার আশা করছেন এবং বর্তমান আরোপিত শুল্কগুলোকে "অবাস্তব" বলে উল্লেখ করেছেন। এই খবরটি হোয়াইট হাউজ চীনের উপর 145% শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে এমন প্রত্যাশা জাগিয়েছে। এই ঘোষণার ফলে সোমবারের স্টক, বন্ডের ইয়েল্ড এবং ডলারের দরপতনের পরে ডলার-ভিত্তিক চাহিদা বেড়ে যায়। আরও আশাবাদ এসেছে প্রেসিডেন্ট ট্রাম্পের সেই মন্তব্য থেকে, যেখানে তিনি জানিয়েছেন যে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলকে পরিবর্তন করার কোনো পরিকল্পনা তার নেই।

স্বাভাবিকভাবেই, মার্কেটের ট্রেডাররা এই সংবাদের সুযোগ নিয়েছে এবং ঝুঁকিপূর্ণ অ্যাসেট যেমন—ক্রিপ্টোকারেন্সি, ডলার, এবং ট্রেজারিজ—ক্রয় করা শুরু করেছে। এরই মধ্যে, স্বর্ণের দাম, যা নতুন সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল, কিছুটা কমেছে এবং এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তা আউন্স প্রতি 3339.00 এ রয়েছে।

আবার বেসেন্টের বার্তায় ফিরে আসা যাক—মূলত এটি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার অচলাবস্থা নিরসনের দিকে বাস্তব আলোচনা শুরুর ইঙ্গিত দিচ্ছে এবং আপসের পথ খুঁজতে প্রস্তুতির কথা জানাচ্ছে। এটি ট্রাম্পের পরিচিত কৌশলের প্রতিফলন: চাপ সৃষ্টি করা, তারপর সরে আসা এবং কিছুটা লাভ নিশ্চিত করা। তারপর আবারও দাবি জানানো হবে, যাতে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়। তবে প্রশ্ন হচ্ছে—বেইজিং কি এই খেলায় সাড়া দেবে? সেটি এখনো পরিষ্কার নয়। মনে হচ্ছে যুক্তরাষ্ট্র বুঝতে শুরু করেছে যে চীনের প্রতি কঠোর অবস্থান হয়তো কাজ করবে না এবং বাস্তবিক অর্থেই আলোচনা করা দরকার।

এটাই মার্কেটের ট্রেডাররা ধরতে পেরেছে। এই ইতিবাচক প্রতিক্রিয়া এসেছে সম্ভাব্য পারস্পরিক শ্রদ্ধাশীল বাস্তব আলোচনার প্রত্যাশা থেকে। আমরা হয়তো ট্রাম্পের নীতিতে একটি প্রকৃত পরিবর্তনের সাক্ষী হতে যাচ্ছি, যা স্টক মার্কেটে শক্তিশালী ঊর্ধ্বমুখী প্রবণতা, ট্রেজারি বন্ডের চাহিদা বৃদ্ধি, এবং ফরেক্স মার্কেটে ডলারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতার সূচনা করতে পারে। সামগ্রিকভাবে, ট্রেডারদের সেন্টিমেন্ট উন্নত হয়েছে, এবং ট্রাম্পের পাওয়েলকে পরিবর্তন না করার সিদ্ধান্ত—কমপক্ষে আপাতত—একটি টার্নিং পয়েন্ট হতে পারে। তবে এটি কেবলমাত্র কার্যকর থাকবে যদি ট্রাম্প আবার চীনের ওপর চাপ সৃষ্টি না করেন বা ফেডকে সুদের হার কমাতে না বলেন।

তাহলে কি আশা করা যায় যে এই মৌখিক উত্তেজনা প্রশমনের মাধ্যমে ঝুঁকিপূর্ণ অ্যাসেট এবং টোকেনের প্রতি চাহিদা বজায় থাকবে এবং ডলার শক্তিশালী হবে?

বেসেন্ট এবং ট্রাম্পের বার্তার পর বাস্তব পদক্ষেপগুলোই কেবল স্টক মার্কেটে বিস্তৃত ঊর্ধ্বমুখী প্রবণতা, স্বর্ণের উল্লেখযোগ্য দরপতন এবং কমোডিটি-অ্যাসেটের (বিশেষ করে তেল) চাহিদা বৃদ্ধির আসল চালক হতে পারে। ডলারের ক্ষেত্রে, এটি স্বল্পমেয়াদে পুনরুদ্ধার করতে পারে, তবে মৌলিক কারণগুলো এখনও এটির দরপতনের সম্ভাবনা নির্দেশ করছে। এর মধ্যে সবচেয়ে বড় কারণ হলো ধীরগতির মুদ্রাস্ফীতি, যা চলতি মাসেও অব্যাহত থাকলে, মে বা জুনের বৈঠকে ফেডের 0.25% সুদের হার কমানোর জন্য একটি শক্তিশালী সংকেত হতে পারে। ট্রেডাররা এই ব্যাপারে ওয়াকিবহাল রয়েছে, তাই আগ্রাসীভাবে ডলার ক্রয়ের সম্ভাবনা কম।

আজ মার্কেটে প্রত্যাশিত পরিস্থিতি:

গতকাল যুক্তরাষ্ট্রের ইক্যুইটি মার্কেটে যে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়েছে, তা অব্যাহত থাকতে পারে। ডলারের দর বৃদ্ধির প্রবণটা থমকে যেতে পারে, স্বর্ণের দামের ক্ষেত্রেও একই অবস্থা দেখা যেতে পারে। ক্রিপ্টোকারেন্সি এবং তেলের প্রতি চাহিদা অব্যাহত থাকবে। সবচেয়ে উল্লেখযোগ্য মুভমেন্ট সম্ভবত মার্কিন সেশনে হবে, কারণ এশিয়ান ট্রেডিং সেশনে মূল্যের মুভমেন্ট অনেকটাই সম্পন্ন হয়ে গেছে।

analytics680877397e232.jpg

আজকের পূর্বাভাস:

#NDX
বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যে শুল্ক সংক্রান্ত বাস্তব আলোচনার প্রত্যাশা নাসডাক 100 ফিউচার্সের CFD কন্ট্রাক্টকে সমর্থন দিচ্ছে। এই সংবাদের ভিত্তিতে, টেক সেক্টরভুক্ত স্টকগুলোর দর ঊর্ধ্বমুখী হয়েছে। এই অ্যাসেটের চাহিদা অব্যাহত থাকতে পারে, যা NASDAQ 100 এবং এর ফিউচার্সে আরও দর বৃদ্ধির সম্ভাবনা সমর্থন করবে। যদি এই দৃশ্যপট বাস্তবায়িত হয়, তাহলে কন্ট্রাক্টটির দর 18,603.00 এর লেভেল ব্রেক করে উপরের দিকে যেতে পারে এবং 19,229.00 এর দিকে আরও প্রবৃদ্ধি দেখা যেতে পারে। 18,736.50 লেভেল থেকে অ্যাসেটটি ক্রয় করা যেতে পারে।

ইথেরিয়াম
মার্কেটে উত্তেজনা প্রশমিত হওয়ার সাথে সাথে এবং বেইজিং-ওয়াশিংটন বাণিজ্য সংকট নিরসনের আশায় এই ক্রিপ্টোকারেন্সির মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে। এই আশাবাদের ঢেউয়ে, টোকেনটির শক্তিশালী চাহিদা অব্যাহত থাকতে পারে এবং এটির মূল্য 1952.45 লেভেলের দিকে এগোতে পারে। ইথেরিয়াম ক্রয়ের ক্ষেত্রে 1837.81 লেভেল এন্ট্রি পয়েন্ট হিসেবে কাজ করতে পারে।

প্রতিক্রিয়া

ForexMart is authorized and regulated in various jurisdictions.

(Reg No.23071, IBC 2015) with a registered office at Shamrock Lodge, Murray Road, Kingstown, Saint Vincent and the Grenadines

Restricted Regions: the United States of America, North Korea, Sudan, Syria and some other regions.


© 2015-2025 Tradomart SV Ltd.
Top Top
ঝুঁকি সতর্কতা:
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।